Visit Our Blog

chessnews64.blogspot.com/

Blog

সাক্ষাৎকার

02/09/2013 19:35

একজন দাবা অন্ত:প্রাণ মানুষ
ক্রীড়া প্রতিবেদক
চেসনিউজ ৬৪ ডটকম
দাবা অঙ্গনে আলাউদ্দিন সাজু নামটি বেশ পরিচিত হয়ে উঠছে। পরপর দুটি টুর্নামেন্ট করে রীতিমত তিনি ত্রাণকর্তার ভূমিকায় আর্বিভাব হয়েছেন। মাহে রমজানে যখন আন্তর্জাতিক রেটিং টুর্নামেন্টে এবং  আগস্টে যখন জাতীয় ‘বি’ দাবা চ্যাম্পিয়নশিপের স্পন্সর  পাওয়া যাচ্ছিল না তখন এমন এক  ক্রান্তিকালেই  তার আর্বিভাব ঘটান দাবা ফেডারেশনের সহসভাপতি কে এম শহিদ উল্যা। আজিমপুরের বাসিন্দা ও সফল ব্যবসায়ী সাজু বলেন, আমি মূলত তিনটি কারণে সম্পৃক্ত হয়েছি। এক. দাবাই বাংলাদেশকে সর্বপ্রথম আন্তর্জাতিক সাফল্যে এনে দিয়েছে। দুই. ভৌগলিক কারণে অল্প পরিসরে এর আয়োজন সম্ভব। তিন. মেধা, মননশীল ও অধ্যায়ন নির্ভর খেলাটি যুব সমাজকে সৃজনশীলতায় আগ্রহী করে তোলে। তিনি আরও জানান, সমাজসেবার মাধ্যমে নেশামুক্ত বাংলাদেশ গড়ার জন্য কাজ করে যাচ্ছেন।