Homepage > প্রিমিয়ার ডিভিশন লিগ ২ নভেম্বর
প্রিমিয়ার ডিভিশন লিগ ২ নভেম্বর
13/09/2013 19:53
প্রিমিয়ার ডিভিশন লিগ ২ নভেম্বর
ক্রীড়া প্রতিবেদক
চেসনিউজ৬৪ ডকটম
ঢাকা, ৯ সেপ্টেম্বর : প্রিমিয়ার ডিভিশন দাবা লিগ আগামী ২ নভেম্বর বোর্ডে গড়াচ্ছে। এরআগে ১ নভেম্বর দলগুলোর নাম্বার ড্র অনুষ্ঠিত হবে।সোমবার রাতে ক্লাব প্রতিনিধিদের সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহিত হয়েছে। প্রিমিয়ার লিগের দলগুলো হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড, রানার্স আপ দূরন্ত রাজশাহী, তিতাস ক্লাব, একসেস গ্রুপ চেস ক্লাব, নারায়ণগঞ্জ প্রিতম-প্রিজম চেস ক্লাব, এয়ার ডেসটিনি লিমিটেড, বাংলাদেশ বিমান, ফেইথ চেস ক্লাব, প্রথম বিভাগ চ্যাম্পিয়ন লিওনাইন চেস ক্লাব ও রানার্স আপ গোপালগঞ্জ চেস ক্লাব।